তাপসী লাহা
শেষতঃ
তাপসী লাহা
শরীরে অবস্থিত সেই বিশেষ পুরুষটিকে হত্যা করেছি যে কথায় কথায় ঝগড়া করে
অবিবেচক দ্বন্দ্বে জড়িয়ে দেয় শেষ স্বেদবিন্দু
ক্রোধের মত সব উত্তেজক রক্তে ফোটে যার
সে নয় সে নয় সে তো প্রবল অন্ধ!
শিশুর মত নির্বোধ,অবিবেচক
তাকে দিয়ে বড়জোর দু এক ম্যাচ খেলিয়ে নেওয়া যায়
টুর্নামেন্ট জিততে জানেনা
জানেনা
আক্রোশের মত ঝড়ে
জাহাজ ফেরানোর কৌশল দাঁতে দাঁত চেপে
কেননা ক্যাপ্টেন মৃত্যুতেও রাজি থাকে ধৈর্যের বিপরীতে
এক নিবিড় গ্লানির মত মৃত্যু নয়
তাকে শান্তি দেবে শব্দহীন এক কোয়েস্ট
যেখানে চেয়ার থাকলেও এক আপাত নরম নারী ---
চারিদিক থেকে তার প্রতি ছুঁড়ে ফেলা
অবজ্ঞা,উপহাসের সুদীর্ঘ সন্ত্রাস...
শীতল কঠিন চাহনির মত করে তার যাবতীয়
পরাজয় খরচা করে শেষত জিতে নেয়,
শেষ কামড় পর্যন্ত তার দাঁত ছুঁয়ে থাকে অলক্ষ্যে পৌঁছানোর রজ্জুভার
সারা গায়ে ছুঁয়ে থাকা আঘাতে টু শব্দহীন
বিবৃতির মত ঝরতে চাওয়া রক্তে মাছি ভিড়োয় ক্ষতে
জানালা খুলতে থাকে রাতের সমুদ্র
ক্ষত শুকিয়ে নতুন পৃথিবীর রোদ ওঠে অতঃপর।

পাঠকের মতামতঃ